গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র | Ganesh pushpanjali mantra
সকল দেব দেবীর পূজার প্রথমে গণেশ এর পূজা হয়ে থাকে। আমরা ভগবান গণেশ কে সিদ্ধিদাতা বলে সম্বোধন করে থাকি কারণ তিনি সমস্ত কাজকে সুসম্পন্ন বা সফল করেন।
প্রতি বছরে দুইবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)পূজা হয়ে থাকে। ভাদ্র শুক্লা পক্ষের চতুর্থী তিথি এবং। সরস্বতী পূজার আগেরদিন শুক্লা চতুর্থীর দিন ভগবান গণেশ এর (Ganesh Chaturthi) গণেশ চতুর্থী পূজা হয়।
আমরা আজকে সিদ্ধিবিনায়ক (Siddhi Vinayak Ganapati) গণেশ পূজার (Ganesh Chaturthi Puja) পুষ্পাঞ্জলি মন্ত্র জানব। যে মন্ত্র দিয়ে সিদ্ধি দাতা গণেশ দেবের পুষ্পাঞ্জলি অর্পণ করলে ভগবান গণপতি মহাশয় খুব সন্তুষ্ট হন।
গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র
পুষ্পাঞ্জলি নিয়ম – চন্দন নিয়ে প্রত্যেকের কপালে ফোটা নেবেন তারপর প্রথমে আচমন করে নেবেন। বাম হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল দিয়ে ঐ জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন “নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু” এই ভাবে তিনবার করবেন। তারপর দু হাত জোর করে অপবিত্র পাঠ করবেন ও বিষ্ণু স্মরণ করবেন।
অপবিত্র পাঠ – অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।
বিষ্ণু স্মরণ – নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)
এরপর ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন।
সর্ববিঘ্ন বিনাশয় সর্ব মঙ্গল হেতবে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ।১
প্রনাম করে গণেশের চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন।
ওঁ একদন্তং মহাকায় লম্বোদর গজাননম্। বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণামাম্যহম্।। ২৷৷
আবার প্রনাম করে গণেশের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন।
ওঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারূণাঃ। বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ৷৷ ৩৷৷
এইভাবে গণেশের চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান গণেশের প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন।
এইভাবে গণেশের চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান গণেশের প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন। এবং গণেশর স্তোত্রম টি পাঠ করবেন। গণেশের স্তোত্রম টি পাঠ করার জন্য এখানে ক্লিক করুন।
শেষে দক্ষিনান্ত করিয়া বিসর্জন করিবেন। এবং শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায়।